মার্কিন পপ তারকা মাইলি সাইরাস ভিড়ের মধ্যে ভক্তদের হাতে হেনস্তার শিকার হয়েছেন। গত রবিবার রাতে একটি শো শেষে ফেরার পথে এ ঘটনা ঘটে। স্বামী লিমা হেমসওয়ার্থ এর উপস্থিতিতে বিব্রতকর এই অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় তাকে। খবর জি নিউজের।
জানা যায়, ঘটনার আগে বার্সেলোনায় প্রিমাভেরা সাউন্ড ফেস্টিভ্যালে গান করেন মাইলি। সেখান থেকে বের হলেই ঘটে বিপত্তি। ভক্তরা গায়িকাকে ঘিরে ধরেন; এসময় মাইলিকে একটু ছুঁতে তার দিকে হাত বাড়ানো হয়, সেই সঙ্গে জোরপূর্বক চুমুর চেষ্টা করা হয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়; তাতেই পুরো ঘটনাটি ধরা পড়েছে। ভিডিওতে দেখা যায়, চুমু দেওয়ার আগেই নিজেকে সরিয়ে নেন ২৬ বছর বয়সী সংগীতশিল্পী মাইলি সাইরাস; নিরাপত্তা প্রহরীরা তাকে আলাদা করেন।
বিডি-প্রতিদিন/শফিক