বাংলাদেশের পাশাপাশি ভারতে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। উৎসবমুখর এ দিনটিতে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকারা। সাবেক বিশ্বসুন্দরী ও অভিনেত্রী সুস্মিতা সেন ইনস্টাগ্রামে লিখেছেন, ঈদ মোবারক। আপনাদের সবার প্রার্থনার জন্য ধন্যবাদ। আপনাদের এবং প্রিয় মানুষদের সুস্বাস্থ্য, সুখ, উন্নতি কামনা করছি। আল্লাহ শাফি, আল্লাহ কাফি, অনেক অনেক ভালোবাসা ও দোয়া...
মা অমৃতা সিংয়ের সঙ্গে ছবি পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড অভিনেত্রী সারা আলী খান। সঙ্গীতশিল্পী আরমান মালিক লিখেছেন, আমার সব ভক্তদের ঈদ মোবারক। দোহায় ঈদ উদযাপন করতে পেরে ভীষণ আনন্দিত লাগছে।
অভিনেতা বরুন ধাওয়ান লিখেছেন, আপনাদের সবাইকে ঈদ মোবারক। সবার জন্য শান্তি, ভালোবাসা কামনা করছি।
বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর লিখেছেন, সবাইকে ঈদ মোবারক! চলুন ভালোবাসা, ঐক্য, সুখ, সুন্দর বিষয়গুলোকে ছড়িয়ে দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করি। অনেক অনেক ভালোবাসা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন সোনাক্ষী সিনহা, সানি দেওল, অনুপম খেরসহ আরও অনেক তারকা।
বিডি প্রতিদিন/ফারজানা