ফের অন্তর্জালে উষ্ণতা ছড়ালেন শাহরুখকন্যা সুহানা খান। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি যে ছবি বা ভিডিওই প্রকাশ করেন না কেন, দ্রুতই তা ভাইরাল হয়ে যায়। এবারও তার ব্যতিক্রম হলো না; নতুন সেলফি পোস্ট করে আবারও নেট দুনিয়া উত্তপ্ত করলেন সুহানা।
জানা গেছে, নিজের ইনস্টাগ্রামে একটি সেলফি পোস্ট করেছেন সুহানা খান। কাঁধখোলা পোশাকে আয়নার সামনে দাঁড়িয়ে থাকা সুন্দরী সুহানাকে সেলফির ছবিতে দেখাচ্ছিল অনন্যা। এর আগেও তার বান্ধবী এথিনার জন্মদিনে তোলা কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে ইন্টারনেটে।
উল্লেখ্য, আপাতত বলিউডে পদার্পণ করার কোনও পরিকল্পনা নেই সুহানার, কিন্তু তাও শাহরুখ খান কন্যা সুহানার রূপ আর গ্ল্যামার যেন ঠিকরে পড়ছে। প্রায়ই নেট দুনিয়ায় ভাইরাল হয় তারকাকন্যা। কেননা তারকা-সন্তানদের প্রতি এমনিতেই ভক্তদের আগ্রহ অশেষ।
ছবিটি দেখতে এখানে ক্লিক করুন
বিডি-প্রতিদিন/শফিক