পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বেসরকারি টেলিভিশন বৈশাখী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। ঈদের চতুর্থ দিন (শনিবার) থাকছে একক নাটক মেইড ইন ফরেন-৪। নাটকটি প্রচারিত হবে রাত ৮.১০ মি.। এতে অভিনয় করেছেন সিদ্দিকুর রহমান, জার্মান অভিনেত্রী টিনা, জুঁই, বড়দা মিঠু, শাহেলা, ডা. আলী প্রমুখ। এটি রচনা ও পরিচালনা সিদ্দিকুর রহমান।
এছাড়াও থাকছে ঈদের ধারাবাহিক নাটক
ধারাবাহিক নাটক: নায়িকার বিয়ে-২- (৪র্থ পর্ব)। নাটকটি প্রচারিত হবে সন্ধ্যা ৬-২০ মি.। এতে অভিনয় করেছেন পপি, হাসান জাহাঙ্গীর, এটিএম শামসুজ্জামান, শবনম পারভিন, শাহীন, ইমতু, তমাল প্রমুখ। নাটকটি রচনা ও পরিচালনা হাসান জাহাঙ্গীর।
ধারাবাহিক নাটক: বউয়ের দোয়া পরিবহন-২-(৪র্থ পর্ব)। এটি প্রচারিত হবে রাত ৭-৩০ মি.। নাটকটিতে অভিনয় করেছেন মৌসুমী হামিদ, আখম হাসান, রিমি করিম, চিত্রলেখা গুহ, রাশেদ সীমান্ত, জামিল প্রমুখ। নাটকটি রচনা আহসান আলমগীর ও পরিচালনা ফরিদুল হাসান।
ধারাবাহিক নাটক: আয়না মতি- (৪র্থ পর্ব) প্রচার সময় রাত ৯-১০ মি.। এতে অভিনয় করেছেন রওনক হাসান, অহনা, সাজু খাদেম, ফারজানা ছবি, আল মনসুর, আব্দুল হান্নান, শেলী আহসান,সঞ্জিৎ, শায়লা প্রমুখ। রচনা জাকির হোসেন উজ্জ্বল ও পরিচালনা এস এম শাহীন।
ধারাবাহিক নাটক : ঈদ বোনাস-(৪র্থ পর্ব) প্রচার সময় রাত ১০-৩০ মি.। অভিনয় করেছেন জাকিয়া বারী মম, আনিসুর রহমান মিলন, স্বাগতা, নাসিম, মুনিয়া, তানভির প্রমুখ। গল্প- টিপু আলম মিলন, রচনা- মীর্জা রাকিব ও পরিচালনা সাকাল আহমেদ।
ঈদের মেগা নাটক
ঈদের ৪র্থ দিন
নায়িকার বিয়ে প্রচার সময় দুপুর ২.২০ মি.। অভিনয় করেছেন পপি, এটিএম শামসুজ্জামান, হাসান জাহাঙ্গীর, শবনম পারভিন, সাব্বির আহমেদ, জ্যাকি আলমগীর, এসএম কামরুল বাহার, বিমল ব্যানার্জী, হুমায়ুন কাবেরী প্রমুখ। রচনা ও পরিচালনা হাসান জাহাঙ্গীর।
বৈশাখীর সকালের গান
(প্রচার সময় সকাল ৮.১৫ মি.)
প্রযোজনা: লিটু সোলায়মান
ঈদের ৪র্থ দিন
গান গাইবেন- কণ্ঠশিল্পী মুহিন
গানে গানে ঈদ আনন্দ
(প্রচার সময় সকাল ১১.০০ মি.)
প্রযোজনা: লিটু সোলায়মান
ঈদের ৪র্থ দিন
গান গাইবেন- কণ্ঠশিল্পী অলক সেন ও পুতুল
শুধু সিনেমার গান (চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান)
(প্রচার সময় দুপুর ১.০০ মি.)
প্রযোজনা: শাহ্ আলম
ঈদের বাংলা সিনেমা
ঈদের ৪র্থ দিন
আব্বাজান - প্রচার রাত ১১.৪০ মি. (অভিনয়ে- মান্না, রাজীব, সাথী, আহমেদ শরীফ প্রমুখ। পরিচালনা কাজী হায়াৎ )।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন