বলিউড সিনেমা ‘গাল্লি বয়’ এর কথা নিশ্চয়ই সবার মনে আছে। গত ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া ছবিটিতে মুম্বাইয়ের এক ‘গাল্লি বয়’ নিজের প্রতিভা দিয়ে অনেক দূর গিয়েছিলেন। এবার তারই আদলে ঢাকায় এক ‘গাল্লি বয়’ এর সন্ধান পাওয়া গেল। তার প্রতিভায় মুগ্ধ হয়ে নেটিজনরা তাকে রীতিমতো ভাইরাল করে ছেড়েছে।
জানা যায়, রানা নামের এই ছেলের গাওয়া একটি ব়্যাপ গান সম্প্রতি ফেসবুকে প্রকাশ করা হলে সেটি ভাইরাল হয়ে যায়। ‘ঢাবি মেট্রো ১৯২১’ নামের ফেসবুক পাতায় ভিডিওটি গত ৩১মে আপলোড করা হয়। এখন পর্যন্ত তা ১৪ লাখের বেশিবার দেখা হয়েছে।
এ ব্যাপারে র্যাপটির লেখক তবীব গণমাধ্যমকে জানান, কয়দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের সামনে রানার সঙ্গে দেখা হওয়ার পর তিনি তাকে একটি গান শোনাতে বলেছিলেন। সেই সময় রানা তাকে একটি হিপহপ গান শোনালে তার প্রতিভা দেখে মুগ্ধ হন তবীব। এরপরই ভাইরাল হওয়া গানটি লিখে রানাকে দিয়ে সেটি রেকর্ড করান তিনি।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
বিডি-প্রতিদিন/শফিক