পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানোর রোনালদোর সঙ্গে বিচ্ছেদের পর হলিউড অভিনেতা-নির্মাতা ব্রাডলি কুপারের (৪৩) সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন রুশ মডেল ইরিনা শায়াক (৩৩)। সম্প্রতি তাদের এই সম্পর্ক ভেঙে গেছে।
২০১৫ সালে সম্পর্কে জড়ান ইরিনা ও ব্রাডলি। বন্ধুদের ওই সময় ব্রাডলি কুপার বলেছিলেন, তিনি ইরিনাকে বিয়ে করতে চান। কারণ তিনি যেমন জীবনসঙ্গী চান ইরিনা তেমনই একজন।
কিন্তু বিয়ে করার আগেই ভেঙে গেছে সম্পর্ক। ২ বছরের মেয়ে লি ডি শেইনের জন্য সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন তারা। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।
সূত্র: সিএনএন ও পিপল সাময়িকী
বিডি প্রতিদিন/ফারজানা