বাংলাদেশে নারী নির্যাতন এবং প্রতিরোধের লড়াইয়ের উপাখ্যান নিয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শিত হতে যাচ্ছে কানাডার মূলধারার ‘হট ডকস টেড রজার্স’ সিনেমা হলে। বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান চিত্র পরিচালক জানা শাম্মীর পরিচালনায় নির্মিত ‘আনটায়িং দ্য নট’ প্রামাণ্য চিত্রে বহুল আলোচিত রুমানা মঞ্জুর ছাড়া আরো তিন নারীর জীবনের লড়াইয়ের গল্প তুলে ধরা হয়েছে।
আগামী ১৭ জুন সন্ধ্যা সাড়ে ৬ টায় ৫০৬ ব্লোর স্ট্রিট ওয়েস্টের ‘হট ডকস টেড রজার্স’ সিনোমা হলে এই প্রামাণ্য চিত্রটি প্রদর্শিত হবে। ডকু ফিল্মের অন্যতম প্রধান চরিত্র রুমানা মঞ্জুর এই প্রদর্শনীতে দর্শক হিসেবে উপস্থিত থাকবেন। ‘আনটায়িং দ্যা নট’ প্রামাণ্য চিত্র পরিচালনার মাধ্যমে পরিচালক হিসেবে কানাডিয়ান চলচ্চিত্রে জানা শাম্মীর অভিষেক ঘটতে যাচ্ছে। এর আগে কানাডিয়ান প্রামাণ্য চিত্র নির্মাণে কাজ করলেও এককভাবে তার পরিচালনায় এটিই প্রথম পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্য চিত্র।
শাম্মী জানান, বাংলাদেশে নারীর প্রতি সহিংসতার যে অপসংস্কৃতির বিস্তৃতি ঘটেছে তার কারণ অনুসন্ধানই এই ডকু ফিল্মের অন্যতম উদ্দেশ্য। তিনি জানান, চলচ্চিত্রের মাধ্যমে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্য নিয়েই এই ছবিটি বানানোর কাজে হাত দেন তিনি। জানা শাম্মী আশা করছেন, ‘আনটায়িং দ্য নট’ প্রামাণ্য চিত্রটি কানাডার মূলধারার সিনেমাবোদ্ধাদের দৃষ্টি আকর্ষণে সক্ষম হবে।
বিডি-প্রতিদিন/শফিক