জি-সিরিজের ইউটিউব চ্যানেলে গত ৫ জুন ‘লেভেল নাই’ শিরোনামের একটি আপত্তিকর মিউজিক ভিডিও প্রকাশ পায়। এরপরই চ্যানেলটি নিয়ে শুরু হয় তীব্র সমালোচনা। তারই জের ধরে আপত্তিকর ওই গানটি নামিয়ে দিতে বাধ্য হয় জি-সিরিজ। শুধু তাই নয়, জানা গেছে অশ্লীলতার দায়ে সাইবার ক্রাইম ইউনিটে মুচলেকা দিতেও হয়েছে প্রতিষ্ঠানটি।
অশ্লীলতার দায়ে গত সোমবার প্রতিষ্ঠানটিকে তলব করে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটে। সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানটি থেকে জি-সিরিজের প্রোডাকশন ম্যানেজার শফিউর রহমান হাজির হন সাইবার ক্রাইম ইউনিটে। পরে মুচলেকা দিয়ে চ্যানেল রক্ষা করেন তিনি।
এদিকে গানটির জন্য দুঃখ প্রকাশ করে জি-সিরিজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সাইবার ক্রাইম ইউনিটের কথা মতো এই ভিডিও আমরা আমাদের চ্যানেল থেকে সরিয়ে দিয়েছি। ভবিষ্যতে সরকার ঘোষিত নিরাপদ ইন্টারনেট স্লোগানের সাথে একমত থেকেই আমরা ভালো ভালো কনটেন্ট প্রচার করবো।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ