শহীদ কাপুর অভিনীত বহুল আলোচিত ছবি ‘কবির সিং’ শুক্রবার ভারত ও এর বাইরে আড়াই হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনেই দর্শক মহলে সাড়া ফেলেছে ছবিটি। দক্ষিণী ছবির রিকেম ‘কবির সিং’ দেখে বেশির ভাগ দর্শক প্রসংশা করেছেন।
দর্শক ছবিটি দেখে বিভিন্ন পজিটিভ মন্তব্য জানান, টেরে নাম টাইপ ছবি ‘কবির সিং’। রিকেম হলেও শহিদ কাপুর দারুন অভিনয় করেছেন এতে। ছবিতে তার দুই ধরণের চরিত্রে অভিনয় দর্শকদের গল্পের প্রতি মনোযোগী করেছে। আবার কেউ কেউ বলেছেন, প্রেম-ভালোবাসার একটা আবেগঘন ছবি ‘কবির সিং’। টিনএজ দর্শকরা ছবিটি দেখে কেঁদেছেন।
উল্লেখ্য, ‘কবির সিং’ ছবিতে প্রথমবারের মতো শহীদ কাপুরের সাথে জুটি বেঁধেছেন নায়িকা কিয়ারা আডবানী। তেলেগু ভাষার ‘অর্জুন রেড্ডি’ ব্লকবাস্টার হওয়ায় পরিচালক সন্দীপ ভাঙ্গা হিন্দিতে এর রিমেক করার সিদ্ধান্ত নেন। পরে ছবির হিন্দি রিমেক এর ট্রেলার ও গান প্রশংসিত হয়। এর আগে, সেন্সর বোর্ড থেকে ‘এ’ সার্টিফিকেট পায় ‘কবির সিং’।
বিডি-প্রতিদিন/শফিক