এবার প্রকাশ্যে এসেছে টলিউড অভিনেত্রী নুসরাত জাহান-নিখিল জৈনর 'হোয়াইট ওয়েডিং'-এর ছবি। ২০ জুন তুরস্কের হোটেল কাপালাঙ্কায়াতে আয়োজিত হয় এই হোয়াইট ওয়েডিংয়ের। হাঁটু গেড়ে বসে সকলকে সাক্ষী রেখে আরও একবার প্রেমিকা নুসরাতকে প্রেম নিবেদন করতে দেখা গেল নিখিলকে।
দুধ সাদা গাউনে নুসরাত হয়ে উঠেছিলেন ভিনদেশের রাজকন্যা। তার সঙ্গে মিলিয়ে বর নিখিল জৈনের পরনে ছিল কালো স্যুট।
থিম ওয়েডিংয়ের ছবির পাশাপাশি প্রকাশ্যে এসেছে নুসরাত-নিখিলের মেহেন্দি অুনুষ্ঠানের দিন, কিছু উজ্জ্বল মুহূর্তের ছবিও। যেখান নুসরাত-নিখিলের পাশাপাশি নাচতে দেখা গেছে সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীকেও।
১৯ জুন রীতি মেনে সম্পন্ন হয়েছিল নুসরাত-নিখিলের বিয়ে। সেদিন লাল লেহেঙ্গায় সেজেছিলেন নুসরাত। দেশে ফিরে বিয়ের রেজিস্ট্রি করবেন বর-কনে। ৪ জুলাই কলকাতায় রিসেপশন পার্টির পর মধুচন্দ্রিমার জন্য উড়ে যাবেন ইউরোপে।
বিডি প্রতিদিন/ফারজানা