'দ্য স্কাই ইজ পিংক' ছবির মাধ্যমে বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। ছবিটি ভারতের প্রেরণাদায়ক বক্তা ও লেখিকা আয়শা চৌধুরীকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। ছবিতে আয়শার চরিত্রে অভিনয় করেছেন জায়রা ওয়াসিম। আর তার বাবা-মার চরিত্রে অভিনয় করেছেন ফারহান আক্তার ও প্রিয়াঙ্কা চোপড়া।
'দ্য স্কাই ইজ পিংক' ছবিটি পরিচালনা করছেন সোনালী বোস। সম্প্রতি এর শুটিং সম্পন্ন হয়েছে। আদিত্য রয় কাপুর ও রনি স্ক্রুওয়ালার সাথে ছবিটি প্রযোজনাও করছেন প্রিয়াঙ্কা। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১১ অক্টোবর।
সম্প্রতি ছবিতে প্রিয়াঙ্কার একটি স্থির ছবি ব্যাপহারে ছড়িয়ে পড়েছে অনলাইনে। সাদাকালো ছবিতে স্লিভলেস সাদা শার্টের ওপর কালো কোট ও বো টাই পরিহিত অবস্থায় দেখা গেছে প্রিয়াঙ্কাকে। তবে এটি 'দ্য স্কাই ইজ পিংক' ছবির কী না তা নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র: ইন্ডিয়া টুডে
বিডি প্রতিদিন/ফারজানা