বাগরি ফাউন্ডেশন লিফ ফেস্টিভ্যালের অধীনে লন্ডন, বার্মিংহাম ও ম্যানচেস্টারে শুরু হচ্ছে চলচ্চিত্র উৎসব। লন্ডনে ২৫ ও ২৭ জুন রাত ৮টায় রয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর ছবি ‘শনিবার বিকেল’-এর দুটি শো এবং ম্যানচেস্টারে ছবিটি দেখানো হবে ২৯ জুন সন্ধ্যা ৬টায়।
অন্যদিকে, ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘ইতি, তোমারই ঢাকা’ চলচ্চিত্রটি লন্ডনে দেখানো হবে ২৩ ও ২৭ জুন সন্ধ্যা ৬টায়।জার্মানির মিউনিখ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘শনিবার বিকেল’-এর মোট চারটি স্ক্রিনিং হবে। জুনের ২৯ ও ৩০ তারিখ দুটি এবং জুলাইয়ের ১ ও ৪ তারিখ দুটি। সেই উৎসবে দর্শকের সঙ্গে প্রশ্নোত্তর পর্বেও অংশ নেবেন নির্মাতা ফারুকী।
অন্যদিকে, ১১ নির্মাতার ছবি ‘ইতি, তোমারই ঢাকা’ সর্বশেষ কানাডার টরন্টোর ‘সাউথ এশিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর অষ্টম আসরে প্রদর্শিত হয়। এর আগে ৩০ এপ্রিল ‘কাজান আন্তর্জাতিক মুসলিম চলচ্চিত্র উৎসব’-এর ১৫তম আসরে ছবিটি ‘রাশিয়ান গিল্ড অব ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ড’ জিতে নেয়।
বিডি প্রতিদিন/ফারজানা