অভিনেতা রণবীর সিংকে আইনি নোটিশ পাঠালেন জনপ্রিয় রেসলিং তারকা স্টার ব্রক লেসনার। ব্রকের পক্ষ থেকে তার আইনজীবী পল হেম্যান রণবীরকে নোটিশ পাঠিয়েছেন। রণবীরের বিরুদ্ধে ব্রক লেসনারের ক্যাপশন চুরির অভিযোগ তুলেছেন তিনি।
রণবীর রোববার ম্যানচেস্টারে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে মাঠে গিয়েছিলেন। এরপর তিনি ‘ইট, স্লিপ, কনকার, রিপিট’ লিখে হার্দিক পান্ডিয়ার সঙ্গে ছবি পোস্ট করেছিলেন।
সেই টুইটের পরিপ্রেক্ষিতে পন হেম্যান রণবীরকে কপিরাইটের আইনি নোটিশ পাঠিয়েছেন। তার দাবি, এটি ব্রক লেসনারের ক্যাচলাইন, ‘ইট স্লিপ ডিপোজিশন রিপিট’ এর নকল এবং রণবীর মাত্র একটি শব্দ পরিবর্তন করেছেন। রণবীরের টুইটের রিপ্লাইয়ে এ আইনজীবী জানান, এ লাইনটির কপিরাইট শুধু তার ক্লায়েন্টের।
আরেকটি টুইটে হেম্যান একটি রিপোর্ট পোস্ট করে জানিয়েছেন তিনি ব্রক লেসনারের ম্যানেজার ও একইসঙ্গে আইনজীবী। যদিও এত সবের পর এখনও রণবীর এর কোনো উত্তর দেননি।
বিডি প্রতিদিন/কালাম