বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামানকে দেখে এসেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার বেলা ১১টার দিকে বিএসএমএমইউ-এর কেবিন ব্লকে গিয়ে তিনি অসুস্থ এটিএম শামসুজ্জামানের চিকিৎসার খোঁজ-খবর নেন।
এ সময় বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপস্থিতি ছিলেন।
প্রসঙ্গত, গত ২৬ এপ্রিল রাতে হঠাৎ মলত্যাগজনিত সমস্যায় গুরুতর অসুস্থ অবস্থায় এটিএম শামসুজ্জামানকে রাজধানীর গেণ্ডারিয়ার আজগর আলী হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে প্রায় দেড় মাসের মতো তিনি চিকিৎসাধীন ছিলেন। এরপর গত ১৫ জুন আজগর আলী হাসপাতাল থেকে তাকে বিএসএমএমইউ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এর আগে, গত ১৩ মে এটিএম শামসুজ্জামানের চিকিৎসার দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ বরেণ্য এই অভিনেতার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১০ লাখ টাকার চেক হাসপাতালের তহবিলে জমা দেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/০২ জুলাই, ২০১৯/মাহবুব