বলিউডের সঙ্গীত পরিচালক ও গায়ক হিমেশ রেশমিয়া মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনার শিকার হন বলে খবর প্রকাশ করে বিভিন্ন সংবাদমাধ্যম। মুম্বাই-পুনে এক্সপ্রেস ওয়েতে হওয়া ওই দুর্ঘটনায় হিমেশের গাড়ি চালক মারাত্মকভাবে আহত হন বলেও জানানো হয়। তবে দুর্ঘটনার খবর উড়িয়ে দিয়েছেন হিমেশ নিজেই।
টাইমস অব ইন্ডিয়াকে হিমেশ রেশমিয়া বলেছেন, আমি গাড়িতেই ছিলাম না। গাড়ি চালক ঠিক আছে। সে পায়ের পাতায় ব্যথা পেয়েছে এবং হাসপাতালে আছে। তাকে অন্য গাড়ি আঘাত করেছিল। সে নিজেই গাড়ি থেকে বের হয়ে ওয়াশরুমে যায়। সে আমার না, বাবার গাড়িচালক। আমি ঠিক আছি। আমার গাড়ি দুর্ঘটনার খবর পুরোপুরি মিথ্যা।
'আশিক বানায়া আপনে', 'ঝলক দিখলা যা', 'নাম হ্যায় তেরা', 'তেরা সুরুর' ছবিতে সঙ্গীত পরিচালকের দায়িত্ব পালন করে খ্যাতি পান হিমেশ রেশমিয়া। 'আপকা সুরুর', 'কর্জ', 'খিলাড়ি ৭৮৬' ও 'দ্য এক্সপোজ' ছবি অভিনেতা হিসেবে দেখা গেছে তাকে।
বিডি প্রতিদিন/ফারজানা