‘ঊনপঞ্চাশ বাতাস’ ছবিটি আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে মুক্তি পাবে। নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল এমন তথ্য জানিয়েছেন। ‘ঊনপঞ্চাশ বাতাস’ নির্মাতার প্রথম চলচ্চিত্র। এরই মধ্যে ছবিটির সব কাজ শেষ হয়েছে। ছবিটির কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও শার্লিন ফারজানা।
ছবিটি প্রসঙ্গে উজ্জ্বল বলেন, শিগগিরই এটি সেন্সরে যাবে। আশা করছি কোনো ধরনের কাটছাঁট ছাড়াই সেন্সর সাটিফিকেট পাব। কারণ সেন্সর বোর্ডের নিয়ম মেনেই কাজটি করা হয়েছে।
পরিচালনার পাশাপাশি এ ছবির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য, শিল্প নির্দেশনা এবং সঙ্গীত পরিচালনা করছেন মাসুদ হাসান উজ্জ্বল নিজেই।
ছবির গল্প প্রসঙ্গে তিনি বলেন, সবার জীবনেই কিছু অনুভূতি থাকে যা ভাষা, প্রতীক কিংবা শব্দে প্রকাশ করা যায় না। অনুভবগুলো অনুভূত হতে হতেই যেন তার প্রকাশের আকৃতি বদলে যায়। এই রকম অনুভূতির ইংরেজি তর্জমা হতে পারে- ইনকমপ্লিট ব্রেথ। এই অসম্পূর্ণ প্রশ্বাসের ছবি এটি। গল্পটা প্রেমের। যে প্রেম কোলাহলকে পরিণত করতে পারে নির্জনতায়।
ছবিটির নায়ক ইমতিয়াজ বর্ষণ বলেন, ছবিটি যদি দর্শকের ভালো লাগে এবং আমার অভিনয় যদি তারা পছন্দ করেন তাহলে আমি ছবিতে নিয়মিত কাজ করতে চাই।
নির্মাতার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘রেড অক্টোবর’র ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন আসিফ হানিফ, নির্বাহী প্রযোজকের দায়িত্বে আছেন সৈয়দা শাওন।
বিডি প্রতিদিন/ফারজানা