সম্প্রতি হিন্দু ছেলেকে বিয়ে করেন টালিউডের অভিনেত্রী নুসরাত জাহান। এরপর মাথায় সিঁদুর ও গলায় মঙ্গলসূত্রা পরে জন্ম দেন বিতর্কের। এ ঘটনার পর তাকে নিয়ে ফতোয়াও জারি হয়।
কলকাতায় ইস্কনের রথে প্রধান অতিথি হিসেবে হাজির হয়েছিলেন নুসরাত। পরনে ছিল হলুদ, লাল শাড়ি। মঙ্গলসূত্রা, সিঁদুর ও শাখা পরে একেবারে নববধূর সাজে এসেছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ।
ফতোয়া প্রসঙ্গে এদিন নুসরত বলেন, “এই ধরনের ভিত্তিহীন বিষয়ে মাথা ঘামাতে চাই না। আমার ধর্ম আমি জানি। জন্ম থেকে আমি মুসলিম। এখনও তাই। এটা বিশ্বাসের ব্যাপার। হৃদয় দিয়ে অনুভব করতে হবে। মাথা খাটালে চলবে না”।
সংসদে সিঁদুর ও মঙ্গলসূত্রা পরায় নুসরতকে ফতোয়া দিয়েছিলেন উত্তরপ্রদেশের দেওবন্দের ইমাম মুফতি আসাদ ওয়াসমি। নুসরাত জবাব দিয়েছিলেন, “আমরা নতুন প্রগতিশীল ভারতে বাস করি, যেখানে সব ধর্ম ও সংস্কারকে শ্রদ্ধা করা হয়। ঈশ্বরের নামে ভেদাভেদ কেন? হ্যাঁ, আমি একজন মুসলিম। আমি ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের নাগরিক। আমার ধর্ম আমাকে মানুষের মধ্যে ভেদাভেদ করতে শেখায় না।”
ভিডিও:
বিডি প্রতিদিন/কালাম