বিয়ের পর প্রথম কাজ দিয়ে রীতিমতো মুগ্ধতা ছড়ালেন শুভশ্রী গাঙ্গুলী! শোনা গিয়েছিল পরিচালক স্বামী রাজ চক্রবর্তীর হাত ধরেই ফিরবেন তিনি। দ্বিতীয় ইনিংসের কামব্যাক হল সেভাবেই। মুক্তি পেল শুভশ্রী অভিনীত নতুন ছবি ‘পরিণীতা’র ট্রেলার।
দুই মিনিট ৯ সেকেন্ডের ট্রেলার দেখে স্পষ্ট, স্ত্রীর জন্য অন্যরকম চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক। এ শুভশ্রীকে দর্শক কিন্তু আগে দেখেননি। বৃহস্পতিবার প্রকাশ ট্রেলারটি। ছবির গল্পে স্কুলছাত্রী মেহুলের ক্রাশ বাবাইদা। বাবাইদার প্রেমে সে পাগল। যাতায়াতের পথে বাবাইদার বাড়ির দিকে একমনে তাকিয়ে থাকে, যদি একটু দেখা পাওয়া যায়... কিন্তু এই বাবাইদা একদিন আত্মহত্যা করে। যদিও তার সঠিক কারণ কি তা অবশ্য জানা যায় না। এখানেই চিত্রনাট্যে প্রবেশ করে অত্রী। কিন্তু বাবাইদার মৃত্যু রহস্য থেকে যায়।
ছবির চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। শুভশ্রী ছাড়াও ‘পরিণীতা’ ছবিতে আরও রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, নবাগত আদৃত এবং লাবণী। উল্লেখ্য, বিয়ের পর প্রায় একবছর চুটিয়ে সংসার করেছেন শুভশ্রী-রাজ। হাত দেননি কোনও নতুন কাজে। সময় দিয়েছেন স্বামী ও পরিবারের বাকি সদস্যদের।
ভিডিও
বিডি-প্রতিদিন/শফিক