নিজের ৩৪তম জন্মদিনের উপহার হিসেবে পরবর্তী ছবির ফার্স্ট লুক দেখিয়ে সবাইকে চমকে দিলেন রণবীর সিং। বিশেষ দিনের এই বিশেষ উপহার প্রশংসিত হয়েছে নেটিজেনদের কাছে। খবর এনডিটিভির।
হরিয়ানা হ্যারিকেন কপিল দেবের বায়োপিক ‘৮৩’ এর এই ফার্স্ট লুক নিজের সোশ্যাল সাইটে শেয়ার করে রণবীর লিখেছেন, ‘আমার বিশেষ দিনে সামনে এল দ্য হরিয়ানা হ্যারিকেন, কপিল দেব।’
জানা গেছে, ১৯৮৩ সালে ভারতের ক্রিকেট বিশ্বকাপ জয়কে নিয়ে তৈরি হয়েছে এ সিনেমা। অনেকটা বায়োপিক ধর্মী হলেও ছবিতে গুরুত্ব পাবে বিশ্বকাপজয়ী সব ক্রিকেটাররাই। সিনেমায় কপিল দেবের স্ত্রী রোমি দেবের ভূমিকায় দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। ছবিটি পরিচালনা করেছেন কবির খান।
ছবিটি নিয়ে কপিল দেব জানান, ‘এটা আমার জীবনীমূলক সিনেমা নয়। ১৯৮৩ সালের বিশ্বকাপ জয় নিয়েই সিনেমা। সিনেমায় তার পাশাপাশি সুনীল গাভাস্কার, মোহিন্দর অমরনাথসহ অন্যান্য ক্রিকেটারদেরও গুরুত্ব দেয়া হয়েছে।’
ছবিতে বড় কাস্টিংয়ের মধ্যে রয়েছেন রণবীর কপিল দেবের চরিত্রে, তাহির রাজ বসিনকে দেখা যাবে সুনীল গাভাস্করের এবং সাকিব সেলিম রয়েছেন মহিন্দর অমরনাথের ভূমিকায়। ২০২০ সালের ১০ এপ্রিল ছবিটি হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় একযোগে মুক্তি পাবে।
বিডি-প্রতিদিন/শফিক