ক্রিকেট মাঠে দাপিয়ে বেড়ান স্বামী বিরাট কোহলি। তাকে উৎসাহ দিতে মাঝে মধ্যে সশরীরে গ্যালারিতে গিয়েও বসেন আনুশকা শর্মা। কিন্তু ক্রিকেটের 'সিগন্যাল ফোর' কাকে বলে সেটাও এতদিনে বুঝে উঠতে পারেননি এই বলিউড অভিনেত্রী।
বিরাট কোহলিকে সঙ্গ দেওয়ার জন্য এখন আনুশকা রয়েছেন ইংল্যান্ডে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বামী বিরাট কোহলিকে উৎসাহ দেওয়ার জন্যই মাঠে গিয়েছিলেন আনুশকাও। গ্যালারিতে বসে বিরাট ও টিম ইন্ডিয়ার খেলা দেখে হাততালিও দিতে দেখা গেছে তাকে। এই ছবি ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।
বলিউড অভিনেত্রী মাঠে দেখতে পাওয়ার পর থেকেই তার ও বিরাটের ফ্যানেদের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। অনুশকা যেহেতু বিরাটপত্নী। তাই ধরেই নেওয়া হয় ক্রিকেট খেলার খুঁটিনাটি তিনি সবটাই জেনে গেছেন নিশ্চয় এতদিনে। কিন্তু না, তা একেবারেই নয়। অনুশকা খেলার মাঠে থাকলেও সব কিছু তিনি জানেন না। এদিন খেলা দেখতে গিয়ে অনুশকা তাঁর এক বন্ধুকে জিজ্ঞাসা করেন, 'এটাই কি সিগন্যাল ফোর?'। মানে চার রান নেওয়ার পর আম্পায়ার মাঠে থেকে যে সিগনাল দেখান, সেটাই কি চার রানের সিগন্যাল।
এই ভিডিও সামনে আসার পর থেকে টুইটারে অনেকেই হাসাহাসি শুরু করেছেন অনুশকাকে নিয়ে। কারণ এই সামান্য বিষয়টা একটু আধটু যারা খেলে দেখেন তারাও জানেন। সেখানে একজন ক্রিকেটারের স্ত্রী হয়ে অনুশকার না জানা সবাইকে অবাকই করেছে বটে।
ডি-প্রতিদিন/০৮ জুলাই, ২০১৯/মাহবুব