সম্প্রতি বন্যপ্রাণীর সঙ্গে সেলফি তুলে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন।
অনেকে বিষয়টি ইতিবাচকভাবে দেখলেও কেউ কেউ এটিকে নেতিবাচকভাবে নিয়েছেন। তাদের যুক্তি যেখানে বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে কাজ করছেন সবাই, সেই জায়গায় বন্দি করে রাখা একটি প্রাণীর সঙ্গে ছবি তুলে ঠিক মনে করেননি স্যানন।
তবে এসব নিয়ে ভাবছেন না কৃতি। তিনি বলেন, ‘ছবি তুলে আমি কোনও অপরাধ করিনি। বন্যপ্রাণী সংরক্ষণের সঙ্গে ছবি তোলার সম্পর্ক নেই। এই বিষয়গুলো নেতিবাচক দিকে যারা নিচ্ছেন এটি তাদের ব্যাপার। আমি এ নিয়ে কিছু বলতে চাই না। এর চেয়ে কাজ নিয়ে কথা বলা ভালো।’
সম্প্রতি ছুটি কাটাতে জাম্বিয়ায় গিয়েছিলেন কৃতি স্যানন। সেখানকার লুসাকায় ছুটি কাটানোর সময় বন্যপ্রাণীদের সঙ্গে ছবি তোলেন তিনি। কৃতি তার ইনস্টাগ্রামে একটি চিতার সঙ্গে ছবি পোস্ট করেন। সেই পোস্টে লেখেন, ‘ও একটা সেলফি চাইছিল। না বলতে পারলাম না।’
বিডি প্রতিদিন/কালাম