আপনি কি আপনার গার্লফেন্ড বা স্ত্রীকে নিয়মিত মারধর করেন? এটা না করলে কিন্তু বুঝে নিতে হবে যে আপনাদের সম্পর্কে আবেগ-ভালোবাসা কিচ্ছু নেই! অন্তত এমনটাই মত কবির সিং-এর পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা।
সম্প্রতি সাংবাদিক তথা ফিল্ম সমালোচক অনুপমা চোপড়াকে দেওয়া একটি সাক্ষাত্কারে এমনটাই জানিয়েছেন তিনি।
শহিদ কাপুর ও কিয়ারা আদভানি অভিনীত বলিউড মুভি ‘কবির সিং’-এর টক্সিক ম্যাসকুলিনিটি নিয়ে সমালোচনা করছেন অনেকেই। ছবিটি বক্স অফিসে হিট হলেও এর বিষয়বস্তু নিয়ে আপত্তি রয়েছে।
এই সিনেমায় বান্ধবীকে চড় মারতে দেখা যায় কবির সিং-রূপী শহিদ কাপুরকে। সেই দৃশ্যের সাফাই গাইতে গিয়ে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা দাবি করেন, ‘যে নারী আপনার নিজের, তাকে যদি সত্যিই ভালোবাসেন তাহলে তাকে চড় মারাই যায়। সম্পর্কে এই স্বাধীনতাটুকু না থাকলে সেই সম্পর্কে আসলে কিছু নেই। উল্টাটাও এক্ষেত্রে সত্যি। নারীও পুরুষকে চড় মারতেই পারেন।’
সন্দীপ রেড্ডির এই মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় বয়ে গেছে ট্যুইটারে। এই বক্তব্য অত্যন্ত আপত্তিজনক বলে প্রতিবাদ করেছেন অনেকেই। ইন্টারভিউটি শেয়ার করায় ট্রোলিংয়ের মুখে পড়েছেন শহিদ কাপুরও।
বিডি প্রতিদিন/কালাম