সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকাদের তালিকায় শীর্ষস্থান থেকে সরে গেছেন কাইলি জেনার। শীর্ষে উঠে এসেছেন মার্কিন পপ গায়িকা টেলর সুইফট। তার আয়ের পরিমাণ ১৮৫ মিলিয়ন মার্কিন ডলার।
মার্কিন সাময়িকী ফোর্বসের সেরা ১০০ তালিকায় দ্বিতীয় স্থানে মার্কিন টিভি তারকা কাইলি। এ তালিকায় ২০১৬ সালেও শীর্ষ স্থানে ছিলেন টেলর। ওই বছর তার আয় ছিল ১৭০ মিলিয়ন ডলার। তালিকায় তৃতীয় নাম্বারে আছেন কাইলির বোন কিম কার্দেশিয়ানের স্বামী ও গায়ক কেনে ওয়েস্ট। কিম কার্দেশিয়ানের নামও এ তারিকায় আছে।
তালিকায় চতুর্থ স্থানে আছেন আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি। এরপরেই আছেন গায়ক এড শিরান, পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ফোর্বসের বিচার সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ১০০ তারকার তালিকায় মাত্র ১৬ জন নারী।
বিডি প্রতিদিন/ফারজানা