পারভেজ গাঙ্গুয়া, দেশীয় চলচ্চিত্রের খলঅভিনেতা। সিনেমা জগতে তিনি গাঙ্গুয়া নামেই পরিচিত। সম্প্রতি তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
ফুসফুসে সংক্রমণে সংকটাপন্ন অবস্থায় ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয় তাকে।
তবে এখন অনেকটাই সুস্থ আছেন বড় পর্দা কাঁপানো এই খলঅভিনেতা । গাঙ্গুয়ার সুস্থতার কথা জানিয়েছেন তার মেয়ে ফারজানা পপি।
গেল ১১ জুলাই রাত ১১টার দিকে স্ট্রোক করলে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয় গাঙ্গুয়াকে। গুরুতর অসুস্থ হলে তাকে দ্রুত নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখান থেকে পাঠানো হয় সিসিইউতে।
টানা দুইদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। ১৩ জুলাই তাকে কেবিনে স্থানান্তর করা হয়।
চিকিৎসকদের বরাত দিয়ে গাঙ্গুয়ার মেয়ে ফারজানা পপি বলেন, বয়সের তুলনায় বাবার হৃদস্পন্দন, কিডনির অবস্থা বেশ ভালো। তবে ফুসফুসে সংক্রমণই তাকে ভোগাচ্ছে।
গাঙ্গুয়াকে চলচ্চিত্রে নিয়ে আসেন চিত্রনায়ক জসিম। শুরুতে ফাইট ডিরেক্টর হিসেবে কাজ করেন গাঙ্গুয়া। পরে নায়ক জসিমের অনুপ্রেরণায় অভিনয়ে নিজেকে মেলে ধরেন। ক্যারিয়ারে তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা।
বিডি প্রতিদিন/কালাম