২২ জুলাই, ২০১৯ ১৮:৪৯

জালিয়াতি মামলায় অভিনেত্রীর ছয় মাসের জেল

অনলাইন ডেস্ক

জালিয়াতি মামলায় অভিনেত্রীর ছয় মাসের জেল

কোয়েনা মিত্র

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেত্রী কোয়েনা মিত্রকে ছয় মাসের জেল দিয়েছে আদালত। এছাড়া অভিযোগকারীকে ১.৬৪ হাজার টাকার সুদসহ মোট চার লাখ ৬৪ হাজার টাকা দেয়ারও আদেশ দেয়া হয়েছে। 

সোমবার ভারতের আন্ধেরির মেট্রোপলিটন আদালত এই রায় দেয়।  

প্রায় ছয় বছর ধরে চলে আসছে এই মামলা। ২০১৩ সালে কোয়েনা মিত্রের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন আরেক মডেল পুনম শেঠি। ব্যাংক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণে টাকা না থাকার কারণে পুনমকে দেয়া কোয়েনার তিন লাখ টাকার চেক বাউন্স করেছিল। তবে শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছিলেন কোয়েনা।

মামলার বিবরণ বলছে, ব্যক্তিগত প্রয়োজনে পুনম শেঠির কাছ থেকে ২২ লাখ টাকা ঋণ নেন কোয়েনা মিত্র। সেই ঋণ শোধের অংশ হিসেবে তিন লাখের চেক দিলে তা বাউন্স করে। এরপর ২০১৩ সালের ১৯ জুলাই কোয়েনাকে নিয়ম মেনে আইনি নোটিশ পাঠান পুনম। কিন্তু কোনো উত্তর দেননি কোয়েনা। এমনকি টাকাও ফেরত দেননি। অবশেষে ১০ অক্টোবর আদালতে মামলা করেন পুনম।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর