নির্মাতা অরুণ চৌধুরীর দ্বিতীয় চলচ্চিত্র ‘মায়াবতী’ আগামী ১৩ সেপ্টেম্বর থেকে দেশের সব মাল্টিপ্লেক্সে প্রদশির্ত হবে। নুসরাত ইমরোজ তিশা অভিনীত এই চলচ্চিত্রটি ইতোমধ্যে প্রচার প্রচারণায় আলোচনায় এসেছে।
তিশা ছাড়াও ছবিতে কাজ করেছেন ইয়াশ রোহান, ফলজুর রহমান বাবু, আফরোজা বানু, আগুন, রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, মামুনুর রশীদ, ওয়াহিদা মল্লিক জলি প্রমুখ।
চলচ্চিত্রটি স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), স্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার, ধানমন্ডি), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), শ্যামলী (শ্যামলী স্কয়ার), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), মম ইন (বগুড়া)-এ প্রদর্শিত হবে। এর সঙ্গে আরও কিছু সিনেমা হলেও চলবে ‘মায়াবতী’। খোঁজ নিয়ে জানা যায়, সবমিলিয়ে ২৫-৩০ সিনেমা হলে চলবে ‘মায়াবতী’।
নারী পাচার ও যৌনপল্লীর গল্প নিয়ে নিজের কাহিনী ও চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক অরুণ চৌধুরী।
বিডি প্রতিদিন/হিমেল