দীপাবলি উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় একটি ঘুমন্ত শিশুর দু'দুটি ছবি পোস্ট করেছেন দীপিকা পাড়ুকোন। যার ক্যাপশনে নায়িকা লিখেছেন, ''post diwali celebration'। ছবিটি তার ছেলেবেলার ছবি বলেই মনে করছেন অনেকে। যদিও এবিষয়ে দীপিকা কিছুই লেখেননি।
তবে নেটিজেনদের প্রশ্ন এমন ছবি পোস্ট করে কীসেন ইঙ্গিত দিচ্ছেন দীপিকা? তবে কি দীপিকা মা হতে চলেছেন? অনেকে আবার প্রিয় অভিনেত্রীকে আগাম শুভেচ্ছাও জানিয়ে দিয়েছেন।
এদিকে, দীপাবলি উপলক্ষে বলিউডের কমবেশি সমস্ত তারকাই বিভিন্ন সেলিব্রেশনে অংশ নিলেও দেখা যায়নি দীপিকা-রণবীর জুটিকে। তারা দীপাবলি কীভাবে কাটিয়েছেন সেই ছবি দেখার জন্য উৎসাহের অন্ত নেই তাদের ভক্তদের মধ্যে। অনেকেই মনে করছেন দীপিকা মা হতে চলেছেন আর সেকারণেই আপাতত তাকে প্রকাশ্যে সেভাবে দেখা যাচ্ছে না।
বিডি-প্রতিদিন/মাহবুব