রিলিজ হতে যাচ্ছে এম আর ভিশন মাল্টিমিডিয়া এর ব্যানারে গীতিকার ও লেখক অনুরূপ আইচের লেখায় খন্দকার বাপ্পির গান "গুগলে পাই"। এর সুরও করেছেন খন্দকার বাপ্পি। সংগীত করেছেন ইশরাক হোসেন।
ইতিমধ্যে গানটির মিউজিক ভিডিও নির্মাণ হয়েছে। ভিডিওটি নির্মাণ করেছে দেশী টায়রো টিম। এ গানে মডেল হিসেবে দেখা যাবে ঈশিতাকে।
দেশী টায়রো ইনডোর সেটে গানটির শুটিং করা হয় । খুব শীঘ্র এম আর ভিশন মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি রিলিজ করা হবে।
এ প্রসঙ্গে গানটির গীতিকার অনুরূপ আইচ বলেন, মৌলিক ফোক গানকে যুগের চলনের সাথে মিলিয়ে নতুন করে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। আশা করছি, মজার কথার এই গানে ভাল রেসপন্স পাবো।
পপ গায়ক খন্দকার বলেন, নতুন নতুন সাবজেক্ট নিয়ে গান করার অনুভূতি অন্যরকম। মৌলিক ফোক গান নিয়ে ফিউশন করলাম। পরিকল্পনা মাফিক গানটির অডিও থেকে শুরু করে ভিডিও নির্মাণে চেষ্টা করেছি। বাকিটা সবাই দেখলে বুঝতে পারবে।
এম আর ভিশন মাল্টিমিডিয়া কর্নধার মুকুল রহমান বলেন, খন্দকার বাপ্পির সাথে আমাদের প্রথম কাজ। সময় উপযোগী গান হয়েছে। গানটি আমার ভাল লেগেছে। আশা করছি সবার ভাল লাগবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার/ওয়াসিফ