অভিনয় পারফেক্ট হলে সেই চরিত্রের নামেই পরিচিত হতে দেখা যায় অভিনেতাদের। বলিউডে এই ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আমির খান। কখনো পিকে, কখনো দঙ্গল আবার কখনো বা গজিনী। আবারও বদলে গেল ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত এই অভিনেতার পরিচয়। এবার তার নতুন পরিচয় লাল সিং হিসেবে।
আমির খানের ‘লাল সিং চাড্ডা’ মুক্তির এখনও এক বছরেরও বেশি সময় বাকি। কিন্তু আমির খান বলে কথা। ছবি নিয়ে আগ্রহের কমতি নেই ভক্তদের। আগ্রহও আরও একটু বাড়িয়ে দিতে সোমবার প্রকাশ করা হলো ছবির পোস্টার।
আমিরকে কিছুদিন আগে ফাঁস হওয়া ছবিগুলোর লুকেই দেখা গেছে পোস্টারে। মুখ ভরা দাড়ি, মাথায় পাগড়ি। ট্রেনের সিটে বসে আছেন তিনি। মুখে হাসি। ছবিতে আমিরের চোখ যেন কথা বলছে।
জানা গেছে এই ছবিতে পাঁচটি লুকে দেখা যাবে আমির খানকে। আমিরের বিপরীতে থাকছেন কারিনা কাপুর।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন