বহুদিন ধরেই শোনা যাচ্ছে জনপ্রিয় গায়ক উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণের সঙ্গে সংগীতশিল্পী নেহা কক্করের বিয়ের কথা। কিন্তু বিয়ের বিষয়ে নেহা-আদিত্য কিংবা দুই পরিবারের পক্ষ থেকেও খোলসা করে কিছুই জানানো হয়নি।
সম্প্রতি টনি কক্করের একটি মিউজিক ভিডিওর শ্যুটিংয়ে আদিত্যকে নিয়ে গিয়েছিলেন নেহা। টনি নেহাকে দেখিয়ে বলেন, ‘১৪ ফেব্রুয়ারি তো এর বিয়ে, তবে যতদিন ইনি সিঙ্গেল থাকেন, তার মধ্যে ওকে দিয়ে আমার সিঙ্গেলসের জন্য শ্যুট করিয়ে নিই।’
সত্যিই কি বিয়ে করছেন নেহা ও আদিত্য? নাকি আগামী ১৪ ফেব্রুয়ারি বিয়ে করার কথা শুধুই ‘পাবলিসিটি স্টান্ট’? নেহা-আদিত্যর বিয়ের খবরটা সামনে আসতেই এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল নেটিজেনদের মনে। এবার ছেলের বিয়ে নিয়ে মুখ খুললেন বাবা উদিত নারায়ণ।
এদিকে, এক সাক্ষাৎকারে নেহা সম্পর্কে প্রশংসায় পঞ্চমুখ উদিত। খোলাখুলি বলেই ফেললেন, নেহা খুবই মিষ্টি মেয়ে। ও খুব সুন্দর গান করে। নেহাকে ব্যক্তিগত ভাবে আমি খুবই পছন্দ করি। আর শুধু আমিই নয়, সব মানুষই ওকে খুবই পছন্দ করে।
বিয়ে কি করছেন তারা এই ভ্যালেন্টাইন্স ডে তে? উদিত বলেছেন, ওরা দু’জনেই জুটি বাঁধছে। কিন্তু বাকিটা তো ওদের ব্যক্তিগত। এই ফেব্রুয়ারিতে বিয়ে করছে কি না ওরা, তা আমার জানা নেই। কিন্তু যদি ওরা বিয়ে করে তবে আমার কোনো অসুবিধে নেই। ভালই হবে, আমাদের গান-বাজনার পরিবারে একজন গায়িকা যুক্ত হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন