অনন্ত জলিল মানেই নতুন কিছু, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বরাবরই দর্শকদের চমকউপহার দেন। মুক্তির প্রহর গুনছে অনন্ত জলিল অভিনীত ‘দিন-দ্য ডে’।
রবিবার রাতে প্রকাশিত হল ‘দিন-দ্য ডে’ সিনেমার ট্রেইলার। ২ মিনিট ১১ সেকেন্ডের ট্রেইলারটি দুর্দান্ত অ্যাকশনে ভরপুর।
বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে অনন্ত জলিলের ‘দিন-দ্য ডে’। এই সিনেমায় অনন্ত’র নায়িকা বর্ষা। সিনেমাটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।
প্রযোজনা সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে সবকিছু ঠিক থাকলে সিনেমাটি মুক্তি পাবে আগামী ঈদুল আজহায়। এ বিষয়ে অনন্ত জলিলের মিডিয়া ম্যানেজার আরাবী বলেন, ‘সিনেমাটির শুটিং ইতিমধ্যেই শেষ করা হয়েছে। এখন ইরানে চলছে পোস্ট প্রোডাকশনের কাজ।’
বিডি প্রতিদিন/কালাম