করোনাভাইরাস ফলে ক্ষতিগ্রস্থ খেটে খাওয়া মানুষরা বেশি বিপাকে পড়েছেন। সেসব দুস্থ মানুষদের সাহায্যে এগিয়ে এসেছেন অনেক তারকাই। এবার সেই তালিকায় নাম লেখালেন চিত্রনায়িকা অধরা খান।
গতকাল রাজধানীর দক্ষিণ বনশ্রীর নন্দীগ্রামে একশ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দেওয়া হয়। এসময় অধরার সঙ্গে ছিলেন তার বোন ও নাট্য পরিচালক সাজ্জাদ হোসেন। আগামী সপ্তাহেও একই রকম আরও একটি কার্যক্রম করা হবে বলে জানা গেছে।
অধরা গণমাধ্যমকে বলেন, আমাদের সকলের উচিৎ, এই সময় মানুষের জন্য কাজ করা। আমি যে এলাকায় উপহার সামগ্রী দিয়েছি সেখানকার মানুষরা খুবই গরীব। এমন মানুষদের পাশে দাঁড়ানো দরকার। আমি তাদের কাছে সিনেমার নায়িকা হিসেবে যাইনি। গিয়েছি একজন মানুষ হিসেবে। সেজন্য নিজের পরিচয় দেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ মনে করিনি।
উল্লেখ্য, অধরা খান ২০১৮ সালের শেষের দিকে চিত্রনায়ক বাপ্পির বিপরীতে ‘নায়ক’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন।
বিডি-প্রতিদিন/শফিক