বলিউড অভিনেত্রী সোনম কাপুর স্বামী আনন্দ আহুজার সঙ্গে পুরনো স্মৃতিচারণ করে ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করলেন। চার বছরের পুরনো সেই ছবিতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছে।
ক্যাপশনে সোনম জানান, এটা তাদের নিউ ইয়র্ক ট্রিপের ছবি। সেখানে গিয়েই আনন্দ তাকে প্রোপোজ করে। ছবিতে প্রিন্টেড পোশাক, উজ্জ্বল ট্যাঙ্গি শেডের লিপস্টিক আর হুপ ইয়াররিংয়ে ধরা দেন অভিনেত্রী।
অন্যদিকে, ক্যাজুয়াল ধূসর রঙের টি-শার্টে পরে দেখা যায় আনন্দকে। তবে কমেন্টে আসল চমক দেন আনন্দ। অভিনেত্রীর তারিখ বিভ্রাট শুধরে তিনি লেখেন, এই ছবি তোলা হয়েছিল তার(আনন্দের) জন্মদিন পার্টিতে। আর এই পার্টির আয়োজন করেছিলেন খোদ সোনম।
মূলত, ছবি তোলার সপ্তাহ খানেক পরে সোনমকে প্রোপোজ করেন আনন্দ। যদিও অভিনেত্রীর তারিখ ভুলে যাওয়ার বিষয়টি বেশ উপভোগ করেছেন তার অনুরাগীরা। উল্লেখ্য, ২০১৮ সালে শিল্পপতি আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম কাপুর।
সূত্র : হিন্দুস্তান টাইমস।
বিডি-প্রতিদিন/শফিক