বলিউড সুপারস্টার সালমান খানের আলোচিত ছবি 'রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই' মুক্তি পাচ্ছে আগামী ঈদুল ফিতর উপলক্ষে। এ বিষয়ে সালমান আজ শনিবার নিজেই টুইটারে ঘোষণা দিয়েছেন। সালমান লিখেছেন, ঈদের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলাম, ঈদেই আসবে ছবি। কারণ একবার আমি যখন...
সালমান তার সেই জনপ্রিয় সংলাপটির প্রতি ইঙ্গিত করেছেন। সংলাপটি হলো, 'একবার যখন আমি প্রতিশ্রুতিবদ্ধ হই, তখন নিজের কথাও শুনি না।'
প্রভু দেবা পরিচালিত 'রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই' ছবিটি মুক্তি পাবে ১৩ মে। এতে সালমানের নায়িকার ভূমিকায় আছেন দিশা পাটানি। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে আরেক জনপ্রিয় অভিনেতা রণদ্বীপ হুদাকে।
বিডি প্রতিদিন/ফারজানা