বলিউডের জনপ্রিয় দম্পতি রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি সুজার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা গেছে, বলিউডের আরেক জনপ্রিয় তারকা প্রীতি জিনতার সঙ্গে কথা বলছেন রিতেশ। পাশে দাঁড়িয়ে তার স্ত্রী জেনেলিয়া। এক পর্যায়ে প্রীতির হাতে চুমু খান রিতেশ। এতে সামান্য হেসে গম্ভীর হয়ে যান জেনেলিয়া।
আরও পড়ুন: ঝন্টু আঙ্কেলের কথায় খুবই অ্যাবিউজ ফিল করেছি: দীঘি
গতকাল শুক্রবার ভাইরাল হওয়া সেই ভিডিওটি শেয়ার করেছেন জেনেলিয়াও। ক্যাপশন দিয়েছেন, বাড়ি ফেরার পর কী হয়েছে জানতে চান? এতে দেখা যাচ্ছে রিতেশকে তিরস্কার করছেন জেনেলিয়া। মূলত, মজা করেই ভিডিওটি করেছেন তারা।
সেই ভিডিওটি শেয়ার করেছেন প্রীতি জিনতাও। ভিডিওর সঙ্গে প্রীতি লিখেছেন, খুবই মজার ভিডিও। রিতেশ ও জেনেলিয়ার জন্য ভালোবাসা।
বিডি প্রতিদিন/ফারজানা