২০ এপ্রিল, ২০২১ ১৫:০৮

ট্রোলের জবাবে মুখ খুললেন সারেগামাপা বিজয়ী অর্কদীপ

অনলাইন ডেস্ক

ট্রোলের জবাবে মুখ খুললেন  সারেগামাপা বিজয়ী অর্কদীপ

জনপ্রিয় রিয়ালিটি শো জি বাংলা সারেগামাপা ২০২০-র বিজয়ী হয়েছেন অর্কদীপ মিশ্র। এতে এতে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। ব্যক্তিগত আক্রমণ ধেয়ে এসেছে প্রথম স্থানাধিকারী অর্কদীপ মিশ্রর দিকেও। অনেকে বিচারকদের সমালোচনা করেছেন। কেউ কেউ বলছেন, অর্কদীপের বিজয়ের বিষয়টি আগে থেকেই নির্ধারিত ছিল। অর্কদীপের পরিবর্তে ওই সব বিক্ষুব্ধ অনুরাগীদের পছন্দের তালিকায় ছিলেন নীহারিকা নাথ। 

গোটা সিজনে অর্কদীপ মূলত বেছে নিয়েছিলেন লোকসঙ্গীত। সমালোচনা শুরু হওয়ার তার বক্তব্য, সমালোচকরা হয়তো ভাবেন লোকসঙ্গীত শিখতে হয় না। লোকসঙ্গীত খুব ছোট একটা বিষয়। কোথাও গিয়ে তাদের মনে হয় ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত অনেক বেশি সমৃদ্ধ। তাদের উদ্দেশ্যে বলছি। দু’টোই কিন্তু রুট মিউজিক। তাই কোথাও গিয়ে ভারতীয় ধ্রুপদী সঙ্গীত এবং লোকসঙ্গীত একসঙ্গে মিশে যায়।”

অর্কদীপের পাশে দাঁড়িয়েছেন শো’র অন্যতম ‘গুরু’ ইমন চক্রবর্তীও। পাশে দাঁড়িয়েছেন ইমনের স্বামী নীলাঞ্জন ঘোষও।
শুধু অনুষ্ঠানের সঙ্গে যুক্ত বিচারকই নন, তাদের পরিবারকে উদ্দেশ্য করেও চলছে নানা মন্তব্য। শো’র অন্যতম বিচারক জয় সরকারকে আক্রমণের পাশপাশি বিক্ষুব্ধ নেটিজেনের একাংশ আঙুল তুলেছেন জয়ের স্ত্রী লোপামুদ্রা মিত্রর দিকেই। তাদের কঠোর সমালোচনা করে অর্কদীপের পক্ষে লিখেছেন লোপামুদ্রাও। 


বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর