শিরোনাম
- স্বস্তির জয়ে ক্লাব বিশ্বকাপের শেষ আটের মঞ্চে রিয়াল
- উড্ডয়নের ৭ মিনিট পরই বিধ্বস্ত বিমান, নিহত ৬
- ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা
- ভরপেট খেলেও মোটা হবেন না, জানুন কোন খাবারগুলো নিরাপদ
- দাম কমলো ব্রডব্যান্ড ইন্টারনেটের, আজ থেকেই কার্যকর নতুন প্যাকেজ
- টিএসসিতে রিকশার ভেতরেই মিলল চালকের মরদেহ
- চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন বরখাস্ত
- ১৯৭৩ সালের পর ডলারের সবচেয়ে বড় পতন: সংকটে যুক্তরাষ্ট্র
- প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করেন যে অভিনেতা
- কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন নির্দেশনা
- ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শুরু
- মুস্তাফিজকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজাচ্ছে শ্রীলঙ্কা
- ইনসাফভিত্তিক মানবিক দেশ প্রতিষ্ঠার এখনই সময়: তারেক রহমান
- রেকর্ড রেমিট্যান্স প্রবাহে রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন ডলার
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেল পাকিস্তান
- কনটেইনার হ্যান্ডলিংয়ে ৪৮ বছরের রেকর্ড ভাঙল চট্টগ্রাম বন্দর
- সিলেটে পাথর শ্রমিকদের বিক্ষোভে গাড়ি ভাঙচুর
- টাইগারদের সামনে দশম থেকে নবম স্থানে ওঠার সুযোগ
- পর্তুগাল-স্পেনে ৪৬ ডিগ্রি তাপমাত্রা, জনজীবনে অস্বস্তি
- জুলাই শহীদের তালিকায় আরও ১০ শহীদের নাম
স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ডস ২০২১-এর ঘোষণা
অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন

দেশের কৃষি ও খাদ্য নিরাপত্তা ক্ষেত্রে নিরলস ভূমিকা রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করতে সপ্তমবারের মতো স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ডস প্রদানের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে। রাজধানীর হোটেল প্যান প্যাসেফিক সোনারগাঁও এর মিটিং কক্ষ সুরমায় অনুষ্ঠিত সম্প্রতি এক সংবাদ সম্মেলনে স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ডস ২০২১ এর ঘোষণা দেওয়া হয়।
কৃষি ও খাদ্য নিরাপত্তা ক্ষেত্রে নিরলস ভূমিকা রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করতে টানা ছয় বছর ধরে এই আয়োজন করে আসছে। এ পর্যন্ত মোট ৪৪ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পদক প্রদান করা হয়েছে। এবারও মোট ১০টি ক্যাটাগরিতে এই পদক প্রদান করা হবে। ব্যক্তি পর্যায়ে আজীবন সম্মাননা, সেরা নারী কৃষক, সেরা পুরুষ কৃষক, পরিবর্তনের নায়ক, সেরা সাংবাদিক (কৃষি) ও দুর্যোগ যোদ্ধা হিসেবে সেরা কমিউনিটি এবং প্রতিষ্ঠান পর্যায়ে সেরা প্রতিষ্ঠান কৃষি গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি, সেরা প্রতিষ্ঠান কৃষি সহায়তা ও বাস্তবায়ন ও সেরা কৃষি রপ্তানিকারক।
এছাড়া বিচারকদের হাতে থাকছে জুরি স্পেশাল ক্যাটাগরি, যা ব্যক্তি বা প্রতিষ্ঠান হতে পারে। এই ক্যাটাগরিতে এবার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির কৃষক ও খামারিরা বিশেষ গুরুত্ব পাবেন। সনদের পাশাপাশি ব্যক্তি পর্যায়ের সকল ক্যাটাগরির জন্য থাকবে অর্থ পুরস্কার।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, বাংলাদেশের অগ্রগতির পেছনে যখন উন্নয়ন হয়েছে শিল্প উৎপাদন (ম্যানুফ্যাকচারিং) এবং সেবাখাতে, সেখানে কৃষিখাত বাংলাদেশের ১৬ কোটি মানুষকে খাদ্য পৌঁছে দিয়ে টেকসই উন্নয়ন চলমান রেখেছে। কৃষিখাতে দেশের ৪০ শতাংশেরও বেশি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জীবিকা নির্বাহ করছে, যা মহামারির দুঃসময়ে অমূল্য ভূমিকা রেখেছে।
অনলাইনে সংবাদ সম্মেলনে যুক্ত হয়ে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর জানান, আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রায় কৃষি ও কৃষকের যে অবদান তা কোনোভাবেই হিসেবে আনা সহজ নয়। আমরা মনে করি, সরকারের পাশাপাশি কৃষি ও কৃষকের দিকে দৃষ্টি দেয়ার বাধ্যবাধকতা রয়েছে প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের। এক্ষেত্রে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বড় একটি ভূমিকা নিয়ে এগিয়ে এসেছে।
চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, করোনা পরিস্থিতি আমাদের নতুন করে জানিয়ে দিয়েছে কৃষির গুরুত্ব। আজ বাংলাদেশ অনেকটা সাহসিকতার সঙ্গে দেশের সকল খাতকে এগিয়ে নিতে পারছে কৃষি উৎপাদন পরিস্থিতি স্বাভাবিক থাকার কারণে। এক্ষেত্রে সরকারের যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, ভূমিকা রয়েছে আমাদের দেশের কৃষক-খামারি থেকে শুরু করে কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের।
এছাড়া সংবাদ সম্মেলনে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিটপী দাস চৌধুরী, চ্যানেল আইয়ের জেনারেল ম্যানেজার (ড্রামা ও টেলিফিল্ম) ও স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ডের প্রকল্প পরিচালক শহিদুল আলম সাচ্চুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক
এই বিভাগের আরও খবর