ঈদ মানেই খুশি। ঈদ মানেই আনন্দ। সেই আনন্দ উদযাপনের সঙ্গী বিনোদনের নানা উপসঙ্গ। প্রতি ঈদেই দেখা যায় নানা রকম নাটক-গান ও সিনেমার আয়োজন। এবারেও তার কমতি নেই।
সেই আয়োজন রঙিন করে দর্শকের জন্য একটি গান ও দুটি নাটক নিয়ে হাজির স্প্ল্যাশ প্রিমিয়ার প্রোডাকশন। এ প্রতিষ্ঠানের ব্যানার থেকে ঈদ উপলক্ষে নির্মিত হয়েছে হালের ক্রেজ গায়ক মাহতিম সাকিবের গানের ভিডিও। 'কমা দাড়ি' নামের এই গানটির সুর ও সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার।
এই গানটি নিয়ে আশাবাদী স্প্ল্যাশ প্রিমিয়ার। তাদের দাবি, সময়ের তুমুল জনপ্রিয় গায়ক মাহতিম সাকিব বেশ দরদ দিয়ে গানটি গেয়েছেন।
এদিকে স্প্ল্যাশ এবারের ঈদে নিবেদন করছে দু'টি নাটকও। সেগুলো হলো 'ভাঙাগড়া' ও 'প্রথম পুরুষ'।
'ভাঙাগড়া' নাটকের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সিজার দাশ। এখানে অভিনয় করতে দেখা যাবে কলকাতার জনপ্রিয় দুই তারকা সুদীপ্তা চক্রবর্তী ও প্রান্তিক ব্যানার্জিকে। দু'জনে এই প্রথম বাংলাদেশি নাটকে জুটি হয়ে কাজ করলেন।
'প্রথম পুরুষ' নাটকে অভিনয় করেছেন ইমতু রাতিশ, সেমন্তী সৌমি, সুজন হাবিব, সিয়াম নাসির প্রমুখ। এটি নির্মাণ করেছেন যৌথভাবে হাসানুল হক জ্যাকি ও ইমরান হাসান।
স্প্ল্যাশ প্রিমিয়ার নিশ্চিত করেছে, শিগগিরই এই গান ও নাটক দু'টি প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে দেখা যাবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ