ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়িকা পরীমণিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এর আগে, পরীমণি অভিযানের বিষয়টি টের পেয়ে ফেসবুক লাইভে আসেন। এতে বিষয়টি জানাজানি হতেই তার বনানীর বাসার সামনে গণমাধ্যমকর্মী ছাড়াও শত শত উৎসুক জনতা জড়ো হতে থাকে।
এর আগে, বিকাল সাড়ে ৪টার দিকে পরীমণির বনানীর বাসায় অভিয়ান শুরু করে র্যাব। 'সুনির্দিষ্ট কিছু অভিযোগের' ভিত্তিতে এ অভিযান বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল। এদিকে, নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে লাইভে পরীমণি বার বার বলতে থাকেন, তার বাসায় আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কে বা কারা ঢোকার চেষ্টা করছেন। তিনি গণমাধ্যম কর্মী ও পরিচিতদের সহযোগিতা প্রত্যাশা করেন।
উল্লেখ্য, অভিযানের শুরুতে পরীমণির বাসার ওই ভবনে প্রবেশ করেন র্যাব সদস্যরা। এরপর চতুর্থ তলায় পরীমণির ফ্ল্যাটে প্রবেশ করে তারা অভিযান শুরু করেন। বাসার নিচেও র্যাব সদস্যরা অবস্থান নেন, তখন ভেতরে কোনো গণমাধ্যমকর্মীদের প্রবেশ করতে দেওয়া হয়নি।
বিডি-প্রতিদিন/শফিক