পরীমণিকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ থেকে অব্যাহতি পাওয়া গুলশান বিভাগের অতিরিক্ত কমিশনার-এডিসি গোলাম সাকলায়েন শিথিলের বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ সদরদপ্তর।
তিন সদস্যের কমিটিতে আছেন পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি (ট্রেনিং) মিয়া মাসুদ করীম, ডিএমপির উইম্যান সাপোর্ট সেন্টারের উপ কমিশনার (ডিসি) হামিদা পারভীন এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির বিশেষ পুলিশ সুপার (ফরেনসিক) রুমানা আক্তার।
রবিবার রাতে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম গণমাধ্যমকে এই কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে শনিবার গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) গোলাম সাকলায়েন শিথিলকে ডিবির সব দায়িত্ব থেকে নিবৃত্ত করা হয়। পরে তাকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিমে পদায়ন করা হয়।
গত বুধবার বিপুল পরিমাণ বিদেশি মদ, ভয়ঙ্কর মাদক এলএসডি ও আইসসহ র্যাবের হাতে গ্রেফতার হন নায়িকা পরীমণি। এরপরই সাকলাইনের সঙ্গে পরীমণির প্রেমের সম্পর্কের বিষয়টি সামনে আসে।
বিডি প্রতিদিন/আরাফাত