‘ও প্রিয়তমা’ শিরোনামের নতুন গান প্রকাশ কলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। গানটি লিখেছেন বাংলাদেশ টেলিভিশন ও বেতারের তালিকাভুক্ত গীতিকার হাফিজুর রহমান। সম্প্রতি গানটি মনির খানের নিজস্ব ইউটিউব চ্যানেল এমকে মিউজিক ২৪ এ প্রকাশিত হয়।
প্রথিতযশা সুরকার মিল্টন খন্দকারের সুরে ‘ও প্রিয়তমা’ গানের সংগীত পরিচালনা করেছেন বিনোদ রায়। গানের শব্দ প্রকৌশলীতে ছিলেন চঞ্চল, সম্পাদনা ও নির্দেশনা দিয়েছেন সেলিম রেজা।
গীতিকার হাফিজুর রহমানের লেখা গান এর আগে লুইপা, ড. অসিত রায় ও প্রিয়াঙ্কার মতো জনপ্রিয় শিল্পীরা গেয়েছেন। তার অনেক গানের সুরকার মিল্টন খন্দকার, ড. অসিত রায় ও শেখ আব্দুস সালাম। এই গীতিকারের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘চৈতালী রাত এই জীবনে শেষ যেন না হয়’ ‘কথা নয় প্রেম হয়’, এই মন সারাক্ষণ বলে তুমি আসবে’, মন কি তোমার শ্রাবণ রাতের বৃষ্টি’ ‘অন্তহীন চোখের ভাষায় নির্বাক এসে দাাঁড়ালে’ । ‘হৃদয়ের গান’ নামে তার একটি গানের গ্রন্থও রয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা/আজম