শ্রীলঙ্কার পপ আইকন সুনীল পেরেরা মারা গেছেন। করোনাসম্পর্কিত জটিলতায় ভুগছিলেন এ সঙ্গীতশিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
আজ সোমবার বিবিসি অনলাইন সুনীলের মৃত্যুর খবর প্রকাশ করেছে। জানা গেছে, গত আগস্টে সুনীলের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। পরে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। তবে ফের অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ সোমবার ভোরে তার মৃত্যু হয়।
সুনীলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে। তিনি শোক প্রকাশ করে টুইটারে লিখেছেন, সুনীলের মৃত্যুতে বিনোদন অঙ্গনের বড় ক্ষতি হয়ে গেল।
এছাড়া শ্রীলঙ্কার একসময়ে তারকা ক্রিকেটার অর্জুনা রানাতুঙ্গা, কুমার সাঙ্গাকারা, সনাৎ জয়াসুরিয়াসহ অনেকেই শোক প্রকাশ করেছেন।
সুনীল ছিলেন একাধারে ভোকালিস্ট, গিটারিস্ট, গীতিকার ও কম্পোজার। শ্রীলঙ্কান জনপ্রিয় ব্যান্ড দ্য জিপসিস এর লিড ভোকালিস্ট ছিলেন তিনি। তার বেশ কিছু জনপ্রিয় গান রয়েছে। সঙ্গীতাঙ্গনে যেমন সরব ছিলেন তেমন সরব ছিলেন মানবাধিকারের পক্ষেও। তিনি সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে সামনের সারিতে ছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা