পাকিস্তানি অভিনেত্রী সাবা কামারের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে লাহোরের জেলা আদালত। তার বিরুদ্ধে অভিযোগ, লাহোরের এক ঐতিহাসিক মসজিদে নাচের ভিডিও রেকর্ড করেছেন। আদালতের বার বার ডেকে পাঠানোর পরও শুনানিতে হাজির হননি সাবা এবং গায়ক বিলাল সাইদ। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৬ অক্টোবর।
প্রসঙ্গত, লাহোর পুলিশ গত বছর কামার ও বিলালের বিরুদ্ধে পাকিস্তানি দণ্ডবিধির ২৯৫ ধারায় মামলা দায়ের করেছিল। লাহোরে ঐতিহাসিক ওয়াজির খান মসজিদের অবমাননার অভিযোগ আনা হয়েছিল তাদের বিরুদ্ধে।
সাবা জানিয়েছিলেন, ‘এই মিউজিক ভিডিওতে বিয়ের একটি দৃশ্য ছিল। এই দৃশ্যের শ্যুটিংয়ে কোনও প্লেব্যাক মিউজিক ব্যবহার করা হয়নি, এমনকি এডিটিংয়ের সময়ও কোনও মিউজিক ট্র্যাক যোগ করা হয়নি।’
বলিউডে প্রয়াত অভিনেতা ইরফান খানের সঙ্গে জুটি বেঁধে ‘হিন্দি মিডিয়াম’ ছবিতে অভিনয় করেছিলেন সাবা কামার। ছবিটি প্রশংসিত হয়েছিল।
বিডি প্রতিদিন/ফারজানা