২১ সেপ্টেম্বর, ২০২১ ১২:০৯

কণ্ঠস্বর হারানোর ভুয়া খবরে ব্যথিত বাপ্পি লাহিড়ী

অনলাইন ডেস্ক

কণ্ঠস্বর হারানোর ভুয়া খবরে ব্যথিত বাপ্পি লাহিড়ী

বাপ্পি লাহিড়ী

উপমহাদেশের সম্প্রতি জনপ্রিয় সংগীত পরিচালক বাপ্পি লাহিড়ীর অসুস্থতার খবরে মন খারাপ হয়ে গিয়েছিল সংগীতপ্রেমীদের। খবর রটেছিল, ফুসফুসের অসুখে নিজের কণ্ঠস্বর হারাতে বসেছেন এই কিংবদন্তি। তিনি নাকি দীর্ঘদিন কথা বলেন না।

এ খবরে সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করেছিলেন বাপ্পি লাহিড়ীর অনুসারীরা। তবে সেই অসুস্থতার খবর ভুয়া বলে জানালেন বাপ্পি লাহিড়ী নিজেই। তার নামে এমন মিথ্যে খবর ছড়ানোয় দুঃখ প্রকাশ করেন বাপ্পি লাহিড়ী।

সোশ্যাল মিডিয়ায় বাপ্পি লাহিড়ী লিখেছেন, ‘আমার শরীর নিয়ে কিছু মিথ্যা খবর পড়ে আমি ব্যথিত। আমার ফ্যান ও শুভাকাঙ্খীদের আশীর্বাদে আমি সুস্থ আছি।’

প্রসঙ্গত, গত এপ্রিল মাসে শিল্পী বাপ্পি লাহিড়ী করোনা আক্রান্ত হয়েছিলেন। তারপর থেকেই গোটা বলিউডে রটে যায়, বাপ্পি লাহিড়ী তার কণ্ঠ হারিয়েছেন। গত ৫ মাস ধরে নাকি একেবারেই কথা বলছেন না তিনি!


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর