৮ ডিসেম্বর, ২০২১ ১৭:৪৩

খেলা দেখতে মিরপুরে সৃজিত, বানাতে চান বায়োপিক

অনলাইন ডেস্ক

খেলা দেখতে মিরপুরে সৃজিত, বানাতে চান বায়োপিক

সংগৃহীত ছবি

মিরপুর টেস্টে পাকিস্তানের কাছে আজ ইনিংস ও ৮ রানে হেরেছে টাইগাররা। পাকিস্তানের প্রথম ইনিংসে করা ৩০০ রান টপকাতে পারল না বাংলাদেশ। প্রথম ইনিংসে ৮৭ আর দ্বিতীয় ইনিংসে ২০৫ রান করে মুমিনুল বাহিনী।

এদিন দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে শেরে বাংলায় প্রেস বক্সে হঠাৎই দেখা যায় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ও তার স্বামী ওপার বাংলার খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জিকে। জানা গেছে, বিবাহবার্ষিকী পালন করতে বাংলাদেশে এসেছেন সৃজিত। এর মধ্যে মিরপুরে আত্মীয়ের বাসার পাশে শেরে বাংলা স্টেডিয়ামে চলছিলো বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজ। তাই চলতি টেস্ট ম্যাচ মিস করতে চাইলেন না। 

সৃজিত গণমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশের কোন গ্যালারিতে এই প্রথম খেলা দেখলেন তিনি। এদিন, সাংবাদিকদের সঙ্গে সৃজিত-মিথিলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। কথা হয় চলচ্চিত্রের বিষয় নিয়েও।

এসময় বাংলাদেশের কোনো ক্রিকেটারকে নিয়ে বায়োপিক নির্মাণের ইচ্ছে আছে নাকি, এমন প্রশ্নের জবাবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নির্মাতা জানান, বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে তার চলচ্চিত্র তৈরির ইচ্ছে আছে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর