রাহাত ফারিয়াকে ডিভোর্স দেয়ার জন্য উকিল ঠিক করে। কিন্তু ফারহানা যেকোনো মূল্যে ফারিয়ার সাথে রাহাতের বিয়েটা টিকিয়ে রাখতে চায়। ফারহানা কৌশলে রানুকে বোঝায় রাহাতের সাথে সে সুখী হতে পারবে না। রানুও সিদ্ধান্ত নেয় রাহাতকে ডিভোর্স দেয়ার। এসব চক্রান্তের মাঝে রাহাত কি পারবে রানুর সাথে আবার নতুন করে সংসার করতে?
মান অভিমান নাটকে অভিনয় করেছেন তোফা হাসান, সমাপ্তি মাশুক, ইফফাত আরা তিথি, শিবলী নওমান, শাকিলা আক্তার, কাজী রাজু, মিলি বাশার, ইমিলা হক, শাহ আল দুলাল, আইরিন তানি, মুনমুন আহম্মেদ, জেবুন্নেছা সোবহান, রীনা রহমান, তানজি রিয়াসহ আরও অনেকে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন