বলিউডে ফের ফিরল করোনার আতঙ্ক। এবার আক্রান্ত অভিনেতা কার্তিক আরিয়ান। সোশ্যাল মিডিয়ায় অভিনেতা নিজেই এই সংবাদ জানিয়েছেন। শনিবার (৪ জুন) ইনস্টাগ্রাম পোস্টে কার্তিক লিখেছেন, তিনি কোভিড পজিটিভ। চিকিৎসকদের পরামর্শ মেনে অভিনেতা বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন।
সূত্রের খবর, চলতি বছরের আইফা অ্যাওয়ার্ডের অনুষ্ঠানের মূল ইভেন্টে মঞ্চ মাতানোর কথা ছিল কার্তিকের। সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা 'ভুল ভুলাইয়া ২'র গানের সঙ্গে তার পারফর্ম করার কথা ছিল তার। কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় এবার আর আইফা'র মঞ্চে চলতি বছর উপস্থিত থাকতে পারবেন না কার্তিক।
কয়েক দিন আগেই মুক্তি পেয়েছে কার্তিক অভিনীত 'ভুল ভুলাইয়া-২'। ছবিটি বক্স অফিসেও ঝড় তুলেছে। ইতিমধ্যেই ১০০ কোটির গণ্ডি পেরিয়েছে সিনেমাটি। ১৫০ কোটির পথে 'ভুল ভুলাইয়া ২'। কার্তিকের অভিনয় নতুন করে মুগ্ধ করেছে দর্শকদের। সিনেমার এমন সাফল্যের পরেই দুঃসংবাদ শোনালেন অভিনেতা। তার অসুস্থতার কথা ছড়িয়ে পড়তেই দ্রুত আরোগ্য কামনা করছেন ভক্তরা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ