বৃষ্টির কারণে ফিফা ট্রফির বাংলাদেশ ট্যুর ও কোক স্টুডিও বাংলার কনসার্ট নির্ধারিত সময়ে হচ্ছে না। সব ঠিক থাকলে সন্ধ্যা ৭টায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে শুরু হবে কনসার্টটি। আয়োজক সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গ্রে ঢাকার ব্যবস্থাপনা পরিচালক গাউসুল আলম শাওন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে প্রাথমিক ভাবে সর্ব সাধারণের জন্য বিকেল ৫টায় গেট খুলে দেয়া হবে। সন্ধ্যা ৭টায় আনুষ্ঠানিক ভাবে কনসার্ট শুরুর প্রাথমিক পরিকল্পনা আছে। বাকিটা দেখা যাক, আবহাওয়া ও সার্বিক পরিস্থিতির উপর নির্ভর করবে।
বিশ্বকাপের ট্রফি ট্যুর উপলক্ষে এ কনসার্টের আয়োজনে কনসার্ট উপভোগ ছাড়াও ফিফা অরিজিনাল ট্রফির সঙ্গে ছবি তুলতে পারবেন দর্শক শ্রোতারা।
বিডি প্রতিদিন/এএম