২৮ নভেম্বর, ২০২২ ১৭:৪৪

যে কারণে ক্ষমা চাইলেন বব ডিলান

অনলাইন ডেস্ক

যে কারণে ক্ষমা চাইলেন বব ডিলান

কিংবদন্তি গায়ক বব ডিলান ক্ষমা চাইলেন। ২০১৯ সাল থেকে বইয়ে হাতের স্বাক্ষরের বদলে মেশিন-সিগনেচার দেওয়ার কারণে ক্ষমা চাইলেন এই শিল্পী।

বিবৃতিতে ডিলান জানিয়েছেন, হাতের সইয়ের বদলে মেশিনের স্বাক্ষরের বিষয়টি অনুমোদন দেওয়া একটা বিচারিক ভুল ছিল।

তিনি আরও জানান, ২০১৯ সাল থেকে তিনি সইয়ের ব্যাপারে অটোপেন ব্যবহার করছেন। কারণ তিনি তখন থেকে ভার্টিগো রোগে ভুগছেন।

দ্য ফিলোসফি অব মর্ডান সঙ বইয়ে ডিলানের স্বাক্ষরের পার্থক্যের বিষয়টি চোখে আসে।

ডিলান বিবৃতিতে বলেছেন, ‘বছরের পর বছর আমি বইতে হাতেই সই করে আসছি। তবে তাতে কোনো সমস্যা ছিল না। তবে ২০১৯ সাল থেকে ভার্টিগো ও মহামারির কারণে পরিস্থিতি খারাপ হয়।... মহামারীর সময় সই করা অসম্ভব হয়ে যায়, ভার্টিগোও বেশ ভুগিয়েছে। তাই নির্দিষ্ট সময়ে বই সই করার জন্য অটো-পেনে ব্যবহারে পরামর্শ দেওয়া হয়। সাথে আমাকে এই নিশ্চয়তা দেওয়া হয় যে শিল্প ও সাহিত্যে হরহামেশাই এমনটা ঘটে থাকে।’

সূত্র: বিবিসি


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর