২৮ জানুয়ারি, ২০২৩ ১৭:৫৩

পাঠান দেখে কী প্রতিক্রিয়া জানাল শাহরুখপুত্র আব্রাম?

অনলাইন ডেস্ক

পাঠান দেখে কী প্রতিক্রিয়া জানাল শাহরুখপুত্র আব্রাম?

সিনেমা পাঠান ছুটছে তরতরিয়ে। স্বাভাবিকভাবেই শাহরুখ খানও এতে বেশ খুশি। তাই টুইটারে তিনি ভক্তদের সাথে আলাপ করেছেন। ফ্যানদের দিয়েছেন ধন্যবাদ।

টুইটারে ‘আস্ক মি অ্যানিথিং’ সেশনে শাহরুখ খানের কাছে এক ভক্ত জানতে চেয়েছিলেন, ‘এই সিনেমা দেখে শাহরুখের কনিষ্টপুত্র আব্রাহ কী ভাবছে বা বলছে?’

সেই প্রশ্নের জবাবে শাহরুখ বলেছেন, তার পুত্র আব্রাম মনে করে সবকিছুেই কাজের ফল।

পাঠান দেখে আব্রাম কেমন সাড়া দিয়েছে শাহরুখ এমন প্রশ্নের জবাবে শাহরুখ বলেছেন, ‘আমি জানি না সে ঠিক কী ভেবেছে। তবে সে আমাকে বলেছে পাপা এটা কর্মফল। সুতরাং আমি এটা বিশ্বাস করি।’


সূত্র: এনডিটিভি


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর